DHAKA, 17 October 2017

ইউনিজয় ফনেটিক
চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে ব্যাপক কার্যক্রম গ্রহণ

2017-07-09

Share This News -

রাজধানীতে এডিস মশাবাহিত চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এ রোগ প্রতিরোধের লক্ষ্যে মশক নিধন কার্যক্রম জোরদার করার পাশাপাশি নাগরিকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ, র‌্যালি, আলোচনা সভা, মাইকিংসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে দুই সিটি কর্পোরেশন। চিকুনগুনিয়া প্রতিরোধে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে উল্লেখ করে ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘চিকুনগুনিয়া মোকাবেলায় স্পেশাল লার্ভিসাইডিং এবং ফগিং কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি সচেতনতা বাড়াতে টেলিভিশনে বিজ্ঞাপনসহ বিভিন্ন সভা-সমাবেশ করা হয়েছে।’ চিকুনগুনিয়া মোকাবেলায় ডিএসসিসি স্পেশাল লার্ভিসাইডিং এবং ফগিং কার্যক্রমের পাশাপাশি গতকাল শনিবার সংস্থার ৫টি অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে চিকুনগুনিা বিষয়ে সচেতনমূলক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ ছাড়া চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে জরুরি চিকিৎসা ও পরামর্শ কেন্দ্রও চালু করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। নগর ভবনে অবস্থিত এ তথ্য কেন্দ্রের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন ডিএসসিসি সচিব মো. শাহাবুদ্দিন। তথ্য কেন্দ্রের ফোন নম্বর- ৯৫৬৩৫০৭। এদিকে ডিএনসিসি অঞ্চল ৫ ও ২৭ নম্বর ওয়ার্ড এবং মনিপুরিপাড়া কল্যাণ সমিতি সম্মিলিতভাবে চিকুনগুনিয়া, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে ব্যাপক গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শনিবার র‌্যালি, লিফলেট বিতরণ, মশক নিধন এবং মাইকিং কর্মসূচির আয়োজন করে।

স্বাস্থ