DHAKA, 18 November 2017

ইউনিজয় ফনেটিক
সড়কে প্রাণ গেলো তিন বাংলাদেশির

2016-12-05

Share This News -

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় পাঁচ শ্রমিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিন জন বাংলাদেশি ও দুই জন ভারতীয় নাগরিক রয়েছে। দুর্ঘটনায় আরও সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিক ভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।রবিবার ভোরে ‍দুবাইয়ের আল রাবাত সড়কে একটি ট্রাকের সঙ্গে শ্রমিকবাহী বাসের সংঘর্ষে হলে এই হতাহতের ঘটনা ঘটে।দুবাইভিত্তিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইয়ের একটি ভবনে কাজ করতে ১৯ জন শ্রমিক কোস্টারটি যোগে গন্তব্যস্থলে যাচ্ছিলেন। গন্তব্যে পৌঁছানোর আগেই আল রাবাত সড়কে একটি ট্রাকের সঙ্গে কোস্টারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে আরেকজন মারা যান। নিহতদের লাশ রশিদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।হতাহতরা শ্রমিকরা ক্লিনকো ক্লিনিং সার্ভিসেস অ্যান্ড বিল্ডিং মেইনটেন্যান্স নামের একটি কোম্পানিতে কাজ করতেন বলে খবরে বলা হয়েছে।

প্রবাস