বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দেশব্যাপী ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ।
পাবনা: বর্ণাঢ্য আয়োজনে জেলায় পালিত হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার দিনব্যাপী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যােলি, আলোচনা সভা, কেক কাটাসহ নানা কর্মসুচী পালন করা হয়।
সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, দলীয় পতাকা উত্তোলন, দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যা লি বের হয়। র্যাীলিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবারও দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক শিবলী সাদিক পরিচালনায় বক্তব্য দেন, পাবনা জেলা আওয়ামী লীগ নেতা মো. কামিল হোসেন, মনির উদ্দিন আহমেদ মান্না, প্রলয় চাকী, সোহেল হাসান শাহীন, জেলা যুবলীগ নেতা ফাহিম কবির খান শান্ত, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান শেখ, সাধারন সম্পাদক আরমান হোসেন প্রমুখ। সমাবেশ শেষে ৭০ পাউন্ডের কেক কেটে দলের জন্মদিন পালন করেন নেতাকর্মীরা।
বরিশাল: সমাবেশ আর বর্ণাঢ্য শোভযাত্রার মধ্যদিয়ে বরিশালে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে নগরীর সোহেল চত্বরে বেলা ১১টায় সমাবেশ হয়। এরপর আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটে নগর ও জেলা ছাত্রলীগ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েতউদ্দিন সুমন সেরনিয়াতের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য সৈয়দ আনিচুর রহমান, নগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কেএম জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ অন্যরা।
এরপর একটি বর্ণাঢ্য আনন্দশোভা যাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
লক্ষ্মীপুর : জেলায় বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১২ টা ১ মিনিটে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে দলীয় নেতাকর্মীদের মাঝে পরিবেশনের মধ্য দিয়ে দিবসটির শুভ সুচনা করেন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের আয়োজনে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, সাংগঠনিক সম্পাদক নুর নবী চৌধুরী, জেলা ছাত্রলীগ সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না প্রমুখ।
এছাড়া দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় শহরের উত্তর তেহমুনী এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যাকলি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মাদারীপুর : জেলায় আলাদাভাবে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে থেকে ও ইটেরপুল থেকে জেলা ছাত্রলীগের উদ্দেগে আলাদা দুটি র্যা লি বের করা হয়। র্যাথলী দুটি শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয় ও কলেজ মাঠে গিয়ে শেষ হয়। এরপর আলাদাভাবে কেক কাটে ছাত্রলীগের নেতাকর্মীরা।
র্যা লিতে অংশ নেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হোসেন ইয়াদ, জেলা যুবলীগের সভাপতি আতাহার সরদার, যুবলীগের সাধারণ সম্পাদক ও সরকারি নাজিমউদ্দিন কলেজের সাবেক জিএস রুবেল খান প্রমুখ।
বগুড়া : নানা কর্মসূচির মধ্যদিয়ে জেলায় বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ৬টায় ছাত্রলীগ বগুড়া জেলা শাখার উদ্যোগে সংগঠনের কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন করা হয়। দুপুর ১২টায় একটি বর্ণাঢ্য র্যাালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যাসলি শেষে শহরের সাতমাথায় এক সমাবেশ সংগঠনের সভাপতি নাঈমুর রাজ্জাক তিতাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিথি ছিলেন, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবর রহমান রাজা , সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক মিল্লাত, সাবেক সাধারন সম্পাদক আব্দুল মোত্তালেব মানিক, রেজাউল ইসলাম রেজা, রাগেবুল আহসান রিপু জেলা ছাত্রলীগের অসিম অসীম কুমার রায় প্রমুখ।
ঝিনাইদহ : জেলায় বাংলাদেশ ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা ছাত্রলীগের আয়োজনে বৃহস্পতিবার সকালে সরকারি কেসি কলেজ চত্বর থেকে একটি র্যা্লি বের করা হয়। র্যা লীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহম্মেদ, সাধারণ সম্পাদক রানা হামিদসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
দিবসটি উপলক্ষে ৭০ পাউন্ড কেক কাটা হয়।
মেহেরপুর : আজ বৃহস্পতিবার ১১টার দিকে দিবসটি উপলক্ষে মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগ আনন্দ র্যাকলি ও আলোচনাসভার আয়োজন করে।
মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুলের নেতৃত্বে একটি আনন্দ র্যােলি সরকারি কলেজ থেকে চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর কলেজ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যা্লি ও অলোচনাসভায় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অ্যাড. আব্দুস সালাম, বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা কমিটির সদস্য এমএএস ইমন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাড. ইয়রুল ইসলাম, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহবায়ক আতিক স্বপন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বারিকুল ইসলাম লিজন, সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা, সাবেক সহ-সভাপতি জুনায়েদ ইমরোজ জুলফিকার, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম আনন্দ, শহর সভাপতি আরিফ শেখ, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কুদরত-ই খোদা রুবেল, সাধারণ মাসুদ রানাসহ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শরীয়তপুর : শরীয়তপুরে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে জেলা ছাত্রলীগের আহবায়ক মহসিন মাদবরের উদ্যোগে র্যা লী ও আলোচনা করা হয়। জেলা ছাত্রলীগের আহবায়ক মহসিন মাদবরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা রুহুল আমিন ঢালী, সোহেল ঢালী, রাজন সিকদার, মকবুল মাদবর, সজল সরদার, বিল্লাল মিশরী, আবদুর রব জিহাদ, রাজু আহম্মেদ, আব্দুর রহমান রিয়ান তালুকদার, রোমান মাদবর, রুম্মান, তরিকুল, রানা ঢালী, রাজিব হাওলাদার, মিঠু দাস, শিশির হাওলাদার, কাজী সুজন, শামীম, সোহাগ বেপারী, রবিন ছৈয়াল, রবিন সরদার, আবির, শুভ, ইমারত খান, মুন্না বেপারী, মাহবুব, মেহেদী, শাকিল প্রমুখ।
নোয়াখালী : নানা কর্মসূচির মাধ্যমে নোয়াখালী জেলা ছাত্রলীগের উদ্যেগে বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণ্যাঢ্য র্যা লি, কেক কাটা ও আলোচনা সভা।
নোয়াখালী শহীদ মিনার থেকে এক বিশাল র্যািলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যা লিতে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী উপস্থিত ছিলেন।
পরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আছাদুজ্জামান আরমান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলা লিটন, শামছুদ্দিন জেহান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনানসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।
বরগুনা : আলোচনা সভা, কেক কাটা ও বর্নাঢ্য র্যা লির মধ্যদিয়ে বৃহস্পতিবার বরগুনায় ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকাল দশটায় বরগুনা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে ছাত্র সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠা কালীন সভাপতি ও বর্তমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জাহাঙ্গীর কবীর। উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবদুল মোতালেব মৃধা, বরগুনা পৌরসভার মেয়র মো. শাহাদাৎ হোসেন, বরগুনা পৌরসভার সাবেক মেয়র ও বরগুনার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট মো. শাহজানান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যন মো. আব্বাস হোসেন মন্টু, জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক, সাধারণ সম্পাদক মো. তানভীর হোসেন প্রমুখ।
সমাবেশ শেষে দুপুর ১২টায় শুরু হয় বর্নাঢ্য র্যােলী। র্যাপলিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বরগুনার বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে এসে শেষ হয়। পরে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।
মাগুরা : বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে শহরে এক আনন্দ র্যাদলি বের হয়। র্যােলিটি মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে র্যারলী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজে গিয়ে শেষ হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল ও সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তার নেতৃত্বে সাবেক নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতা-কর্মী আনন্দ র্যা লিতে উপস্থিত ছিলেন। পরে মীর মেহেদী হাসান রুবেলের সভাপতিত্বে কেকে কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা জেলা বর্তমান জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ তানজেল হোসেন খান, আবু নাসির বাবলু, মুন্সী রেজাউল হক ও বর্তমান সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাখারুল ইসলাম শাকিলসহ অন্যান্য নেতৃবৃন্দ ।
হবিগঞ্জ : শিক্ষা-শান্তি-প্রগতিÑ এ শ্লোগান সামনে রেখে জেলায় কেক কেটে এবং বর্নাঢ্য র্যা্লি প্রদক্ষিণের মধ্যে দিয়ে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ লাখাই আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহির।
পরে হবিগঞ্জ শহরের পৌরসভা প্রাঙ্গনে জেলা ছাত্রলীগের সভাপতি ডা. ইশতিয়াক রাজ চৌধুরী ও সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদসহ হাজার হাজার ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে নিয়ে কেক কাটেন। কেক কাটার পর পৌরসভা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যা লি বের করা হয়। র্যািলিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
দিনাজপুর : জেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুর শহরের মালদাহপ্িট্টস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর ইসলাম রাহুল ও সাধারণ সম্পাদক মোঃ গোলাম ইমতিয়াজ ইমান এর নেতৃতে একটি বর্ণাঢ্য রযাভীলি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র্যা লি শেষে পুনরায় দলীয় কার্যালয়ে শেষ হয়। আনন্দ র্যাঢলিতে অংশগ্রহণ করেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আজিজুল ইমাম চৌধুরী, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ খালেকুজ্জামান রাজু প্রমুখ।
নড়াইল : বাংলাদেশ ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী নড়াইলে পালিত হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ছাত্রলীগ নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার আয়োজনে কলেজ ক্যাম্পাসে আনন্দ র্যা লি, কেককাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ছাত্রলীগ নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার সভাপতি মনিরুজ্জামান রোজের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল মাহমুদ তুফান, সাধারণ সম্পাদক শেখ আশরাফুজ্জামান মুকুল, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ প্রমুখ।
আলোচনাসভা শেষে কেক কাটা হয়।