তৃতীয় বর্ষে নিউজ টোয়েন্টিফোর
অনলাইন ডেস্ক :বর্ণিল আয়োজনে ঘটা করে উদযাপিত হচ্ছে সংবাদভিত্তিক বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ‘নিউজ টোয়েন্টিফোর’ এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে শনিবার (২৮ জুন) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) স্বাধীন বাংলা ফুটবল দলকে সম্মাননা জানানোর মধ্য দিয়ে উদযাপনের মূল আয়োজন শুরু হয়।
এরপরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক শুভ সূচনা করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও নিউজ টোয়েন্টিফোর-এর স্বত্বাধিকারী আহমেদ আকবর সোবহান, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বসুন্ধরা গ্রুপ ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।
এ সময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু নিউজ টোয়েন্টিফোরকে শুভেচ্ছা জানিয়ে বলেন, খুব অল্প সময়েই চ্যানেলটি জনপ্রিয়তা পেয়েছে। নিউজ টোয়েন্টিফোর এরই মধ্যে দর্শকদের মন কাড়তে সক্ষম হয়েছে। গণতন্ত্র, সাইবার জগৎ ও গণমাধ্যমের নিরাপত্তা ও পবিত্রতা বজায় রাখতে হবে।
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেন, নিউজ টোয়েন্টিফোর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে কাজ করছে এবং করে যাবে। নিউজ টোয়েন্টিফোর বাংলাদেশের উন্নয়নের পক্ষে আজীবন কাজ করবে।
এর আগে বক্তব্য রাখেন নিউজ টোয়েন্টিফোর, রেডিও ক্যাপিটালের সিইও ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম এবং দৈনিক কালের কণ্ঠের সম্পাদক বরেণ্য কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন।
স্বাধীন বাংলা ফুটবল দলের উদ্দেশ্যে নঈম নিজাম বলেন, জাতির সামনে আপনাদের উপস্থাপনের জন্য নিউজ টোয়েন্টিফোরের পক্ষ থেকে আমরা আপনাদের সম্মাননা জানানোর সিদ্ধান্ত নিয়েছি।
বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলানিউজের কনসালট্যান্ট এডিটর জুয়েল মাজহারসহ সাংবাদিক-কর্মকর্তারামুক্তিযুদ্ধকালে স্বাধীন বাংলা ফুটবল দলের অবদানের বিষয়ে ইমদাদুল হক মিলন বলেন, তারা ভারতে আশ্রয় নেওয়া উদ্বাস্তুদের সহায়তার জন্য অর্থ সংগ্রহ করেছেন বিভিন্ন জায়গায় খেলে এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের নানাভাবে সহায়তা দিয়েছেন।
এরপর নিউজ টোয়েন্টিফোরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
ফুলেল শুভেচ্ছা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, আবদুল আউয়াল মিন্টু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সংসদ সদস্য শামীম ওসমান, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন প্রমুখ।
এছাড়া আহমেদ আকবর সোবহানের হাতে ফুল তুলে দিয়ে একে একে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এমডি আবুল কালাম আজাদ, দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন ও নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর কনসালট্যান্ট এডিটর জুয়েল মাজহার ও রেডিও ক্যাপিটালের নির্বাহী পরিচালক মেহেদি মালেক সজীব, বিএফইউজের নবনির্বাচিত মহাসচিব শাবান মাহমুদ প্রমুখ।
এছাড়া বৈশাখী টেলিভিশন, আরটিভি, ইউএস বাংলা এয়ারলাইন্স, শেখ রাসেল ক্রীড়াচক্র, বাংলাদেশ মিডিয়া ক্লাব, ইস্ট ওয়েস্ট মিডিয়াগ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিরা ফুলেল শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বিনিময়ে আরও অংশ নেন বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান ও শ্রেণী পেশার মানুষ। এদের মধ্যে ছিলেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
সকাল থেকে শুরু হওয়া প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে শুভেচ্ছা বিনিময় বিকেল পর্যন্তও চলছিল।বাংলানিউজটোয়েন্টিফোর.কম